ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কচুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১ জুন ২০২৩  
কচুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইভা ও সায়েরা খেলতে গিয়ে পুকুরের পানিতে পরে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

অমরেশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়