ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে সুইপার কলোনিতে আগুন, ১৪ ঘর পুড়ে ছাই

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২ জুন ২০২৩   আপডেট: ০৯:৪৩, ২ জুন ২০২৩
রংপুরে সুইপার কলোনিতে আগুন, ১৪ ঘর পুড়ে ছাই

রংপুর শহরে নিউ জুম্মা পাড়ার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ওই কলোনির রান্না ঘরে হঠাৎ আগুন দেখতে পায় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৪টি ঘর পুড়ে যায়। 

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, নিউ জুম্মা পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারি হয়ে উঠে নিউ জুম্মা পাড়ার সুইপার কলোনি এলাকা। 

আমিরুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়