ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের কারণে হারানো শিশু ফিরে পেলো পরিবার  

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২ জুন ২০২৩   আপডেট: ১০:২১, ২ জুন ২০২৩
পুলিশের কারণে হারানো শিশু ফিরে পেলো পরিবার  

চার মাস আগে হারিয়ে যাওয়া মো. উজ্জ্বল হোসেন (৯) নামে এক শিশুকে উদ্ধার করে নতুন জামাকাপড় পড়িয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।

শিশু উজ্জ্বল গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মো. হামিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম রেলস্টেশন চত্বরে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি মোবাইল টিম রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিশুটির চাচা মো. লুৎফর রহমান বলেন, উজ্জ্বল চার মাসে আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাই নাই। কুড়িগ্রাম সদর থানা পুলিশের মাধ্যমে আজ ভাতিজাকে খুঁজে পেলাম। তার বাবা বর্তমানে কাজ করতে চট্টগ্রামে গেছেন। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই। 

এ বিষয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারছিলো না। আমরা এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজখবর করে শিশুটির পরিবারের সন্ধান পাই। তারা কুড়িগ্রাম থানায় আসলে শিশু সুরক্ষা সমাজকর্মী মো. রবিউল ইসলামকে ডেকে তার পরিবারের জিম্মায় দিয়েছি। শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।

বাদশাহ্/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়