পটিয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত দশটার দিকে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রাম নানার বাড়ীর সামনে শাহেদুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাতে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেজাউল/টিপু