ঢাকা     মঙ্গলবার   ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১১ ১৪৩০

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২ জুন ২০২৩  
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে নাম না জানা এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার লোহাগাছ (জিনাজানের পুলের দক্ষিণে) মোল্লা বাড়ি এলাকার রেললাইনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাইদুর রহমান বলেন, বিকেলে জামালাপুরগামী কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এর কিছু সময় পর স্থানীয়দের মাধ্যমে খবর আসে রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ পড়ে আছে। আমরা জিআরপি পুলিশকে জানিয়েছি। তাঁরা এসে লাশ উদ্ধার করে জয়দেবপুর জিআরপি থানা হেফাজতে নিয়ে যাবে। এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, বিকেলের দিকে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী ওই ব্যক্তি রেললাইনের ওপর হাটাহাটি করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তার খন্ডিত দেহ লাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়। মারা যাওয়া যুবক কোন ট্রেনে, কীভাবে কাটা পড়েছেন তা জানা যায়নি।

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়