ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে দুই মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৩ জুন ২০২৩   আপডেট: ১০:১৯, ৩ জুন ২০২৩
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে দুই মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালচাঁন শেখ (৩২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালচাঁন শেখ বড় রঘুনাথপুর গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ শেখ বলেন, সন্ধ্যায় নিজ ঘরের বারান্দায় বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে যান লালচাঁন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় পুুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহাদী হাসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে পানিতে ডুবে মারা যান এই শিক্ষার্থী।

মাহাদী হাসান রাজশাহী জেলা সদরের মো. জনির ছেলে। সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে রাজবাড়ীতে তার নানাবাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার নানা আরশাদ আলীর (৭৫) সাথে গোসল করতে গিয়ে মাঝ পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসে ডুবুরি টিম না থাকায় মানিকগঞ্জে জেলা থেকে একটি ডুবুরি টিম এসে দুপুর ২ টার দিকে পুকুরে দীর্ঘ ২৫ মিনিট তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।

রবিউল আউয়াল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়