মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাগুরায় ট্রাকের ধাক্কায় মো. আব্দুল ওয়াদুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২ জুন) মাগুরার ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজারে রাত পৌনে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া জেলার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সোহাগউজ্জামান জানান, ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। ইটখোলা বাজারের কাছে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আব্দুল ওয়াদুদ ট্রাকের নিচে চলে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
শাহীন/টিপু
আরো পড়ুন