খুলনার দৌলতপুরে আগুনে পুড়ে গেলো ‘স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

খুলনার দৌলতপুরে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই স্টোরের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (৩ জুন) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলতপুরের স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের গার্ড ভোর রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৫টা ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, ভোর ৬টা ৫০ মিনিটে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বয়রা থেকে ৪টি ও খালিশপুর থেকে ১টি ইউনিট যোগ দেয়। তাদের প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি। এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে।
নুরুজ্জামান/টিপু
আরো পড়ুন