ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতীয় ট্রাকচালকদের মারধর, হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৪ জুন ২০২৩   আপডেট: ১৪:৪৯, ৪ জুন ২০২৩
ভারতীয় ট্রাকচালকদের মারধর, হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ট্রাকচালকদের মারধর করার অভিযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা।

রোববার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। 

তিনি জানান, শনিবার হিলি স্থলবন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালকদের বন্দরে কিছু লোকজন মারধর করেছে। এই অভিযোগে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। আমরা এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসার চেষ্টা করছি। আশা করছি আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়