ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

তীব্র রোদে দাঁড় করিয়ে পুলিশের সচেতনতামূলক বক্তব্য, ১৩ শিক্ষার্থী অসুস্থ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৪ জুন ২০২৩   আপডেট: ২১:২২, ৪ জুন ২০২৩
তীব্র রোদে দাঁড় করিয়ে পুলিশের সচেতনতামূলক বক্তব্য, ১৩ শিক্ষার্থী অসুস্থ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র রোদে দাঁড় করিয়ে পুলিশের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার সময় ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- আছিয়া আক্তার, নুসরাত, আয়শা, নাফিজা, সাদিয়া, কবিতা, মনিকা, হাফছা ও ফাতেমা। বাকিদের নাম জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, গরমে যেখানে দুর্বিষহ অবস্থা, সেখানে শিক্ষার্থীদের তীব্র রোদে দাঁড় করিয়ে রেখে পুলিশের সচেতনতামূলক বক্তব্য দেওয়া কতটুকু যৌক্তিক?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন দাবি করেন, ‘রোববার সিরাজদীখান থানা পুলিশের একজন অফিসার শিক্ষার্থীদের ক্লাসের বাহিরে নিয়ে ইভটিজিং, মাদক-বিরোধীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেখানে কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘ভবানীপুর বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। আশা করছি দ্রুতই সবাই সুস্থ হয়ে উঠবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার কথা মুঠোফোনে জানিয়েছেন, কিছু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।’

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিদিন প্রাত্যহিক সমাবেশ (পিটি) হয়। রোববার পিটি চলাকালীন আমাদের কাজের অংশ হিসেবে সিরাজদীখান থানার এএসআই কামরুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধ, মোবাইল ব্যবহারে সতর্কতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সচেতনতা বিষয়ে ৪-৫ মিনিট অলোচনা করেন। এ সময় কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।’

ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু বলেন, ‘সিরাজদীখান থানার কামরুল ইসলাম নামের এক পুলিশ অফিসার আমাদের বিদ্যালয়ে এসে সচেতনতামূলক কথা বলার জন্য শিক্ষার্থীদের মাঠে বের করে ছিলেন। ওই সময় কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে।’

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়