বগুড়ায় ৩৮৫ পিস ইয়াবাসহ যুবক আটক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:১১, ৪ জুন ২০২৩

বগুড়ায় ৩৮৫ পিস ইয়াবাসহ আরাফাত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (৪ জুন) সকালে জেলার গাবতলী উপজেলার মহিষাবান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আরাফাত মহিষাবান এলাকার আব্দুর রহিমের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব উপজেলার মহিষাবান এলাকায় অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের কাছ থেকে ৩৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, আসামিকে গাবতলী থানায় পাঠানো হয়েছে।
এনাম/ মাসুদ
আরো পড়ুন