ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা ডিসি অফিসে দুই শতাধিক নারীর বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৫ জুন ২০২৩   আপডেট: ১৪:৪৮, ৫ জুন ২০২৩
কুমিল্লা ডিসি অফিসে দুই শতাধিক নারীর বিক্ষোভ

কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা চলাকালে নগরীর হাতিপুকুর ভরাটের প্রতিবাদে দুই শতাধিক নারী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে। 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ শামীম আহমেদ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

সোমবার (৫ জুন) দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

বিক্ষোভরত একজন নারী বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস অথচ ২৫০ বছরের ঐতিহ্যবাহী নগরীর হাতিপুকুর ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরকে বারবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, নগরীর ২য় মুরাদপুর এলাকায় হাতিপুকুর ভরাট করছে রাজগঞ্জ বাজারে সাবেক সভাপতি আব্দুল জলিল, একই এলাকার আলী আজাদ ও তাদের দলবল। এ বিষয় জেলা প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। 

২য় মুরাদপুরের বাসিন্দা আতিকুল রহমান মামুন বলেন, ভূমিদস্যুরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে পুকুর দখল করে ভরাট করছে। অথচ এটি ওয়াকফ সম্পদ হিসেবে দানকৃত। 

কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, তাদের বক্তব্য সঠিক নয়। আমরা এ বিষয়টি নিয়ে চিঠি ইস্যু করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।  

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, এ বিষয়ে ২য় মুরাদপুর এলাকার ৫ জন বাসিন্দার সাথে আমাদের জেলা প্রশাসক কথা বলেছেন। আমরা সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো। 

রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়