ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লুটপাটের পথে হাঁটায় বিদ্যুতের এই সংকট : সাকি

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ জুন ২০২৩  
লুটপাটের পথে হাঁটায় বিদ্যুতের এই সংকট : সাকি

বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘যেভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছিল সরকার, সেই পথে না হেঁটে বৃহৎ এই সেক্টরে আত্মীয়-স্বজন নিয়ে লুটপাটের জন্য ভিন্ন পথে হাঁটল। এর ফলে আজ দেশে বিদ্যুৎ সংকট। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অনেক কিন্তু সেটা চালানোর মতো সামর্থ্য নেই।’ 

তিনি বলেন, ‘এখন জ্বালানি কেনার পয়সা নেই, কিন্তু বিদ্যুত কোম্পানিকে ক্যাপাসিটি চার্জ কিন্তু ঠিকই দেওয়া হচ্ছে। এমনকি বিদেশি ডলারেও ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে।’

সোমবার (৫ জুন) সকালে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে রংপুরগামী রোড মার্চের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ শহরের কুটুমবাড়ি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন আজ বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, দেশের মানুষ বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধগতিতে কষ্টে আছে, কিন্তু এই কষ্ট লাঘবের চিন্তা কিন্তু তার নেই। তিনি ডলার সংকটের কথা বলেন কিন্তু বড় বড় প্রকল্পের ব্যয় কিন্তু বন্ধ হচ্ছে না। বড় প্রকল্পে ব্যয় করার জন্য ২ লাখ ৭৭ হাজার কোটি টাকার বাজেট, এরমধ্যে কিন্তু ২ লাখ ৭১ হাজার কোটি টাকাই তারা ঋণ নেবে।’  

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজারে ঢোকাচ্ছেন, এর ফলাফল হচ্ছে দ্রব্যমূল্য আবারও বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। তিনি (প্রধানমন্ত্রী) মানুষের কষ্টের কথা বললেও কষ্টের মূল কারণ যে তিনিই, তার নীতি; সেটার দিকে তিনি তাকাচ্ছেন না। তারা মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্তি করেন।’ 

গণতন্ত্র মঞ্চের মূল দাবি সম্পর্কে সাকি বলেন, ‘নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো লাগবে। সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কার করে সংসদ, বিচার বিভাগ, সরকার ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো আইনমতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে এমন জায়গা দিতে হবে, যাতে আর কেউ নিজের জমিদারি বানিয়ে সব কিছু নিজের পকেটে না রাখতে পারে।’  

তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল আন্দোলন করছে। আমাদের লক্ষ্য এমন সরকার ব্যবস্থা হবে যে, সরকারের জবাবদিহিতা থাকবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের ন্যায্যতা নিশ্চিত হবে।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, ‘আমরা রোড মার্চে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। গতকাল টাঙ্গাইলেও হয়েছি, সিরাজগঞ্জেও হলাম। তারা আমাদের কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না, তারা বাধা তৈরি করছে। সরকার এতটাই জনবিচ্ছিন্ন, বেসামাল ও এতটাই অস্থির, এতটাই তারা আতংকের মধ্যে আছেন, শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ রোডমার্চ, শান্তিপূর্ণ অবস্থান করতে দিতে চান না।’  

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ সরকারের পরিবর্তন চায়, শাষণ ব্যবস্থার পরিবর্তন চায়। পাশাপাশি আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুর সংস্কার করতে হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, সিরাজগঞ্জ জেলা নাগরিক ঐক্যের আহবায়ক নুর হোসেন, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। 

গণতন্ত্র মঞ্চের এই রোড মার্চ ৪ জুন ঢাকা থেকে শুরু হয়ে আগামী ৭ জুন রংপুরে শেষ হবার কথা রয়েছে।  
 

রাসেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়