ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, ৮ জনকে কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৫ জুন ২০২৩  
সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি, ৮ জনকে কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করার সময় ৮ জনকে আটক করা হয়। পরে তাদের ছয় মাসের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মুজাটি রাজেরমোড় এলাকার তারা মিয়ার ছেলে মো. রমজান আলী (২৬), পয়ারকান্দি এলাকার হযরত আলীর ছেলে মো. রমজান আলী (২৫), মৃত হাসেন আলীর ছেলে মো. নবী হোসেন (৩৫), গোলাম রসুলের ছেলে মো. আমিরুল ইসলাম, মো. মালেক মিয়ার ছেলে মো. লিটন (৩৪), ঈশ্বর গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. মোশাররফ হোসেন ইমরান (২৮), মজিবুর রহমানের ছেলে জসীম (৩৫) ও মির্জা শফিক ড্রাইভারের ছেলে মির্জা ফয়সাল (২৪)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘রোববার দিবাগত রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহরের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ চাঁদাবাজকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।’

মিলন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়