ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার ফাঁসির দাবিতে রাস্তায় সন্তানেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৫ জুন ২০২৩   আপডেট: ১৭:১৮, ৫ জুন ২০২৩
বাবার ফাঁসির দাবিতে রাস্তায় সন্তানেরা

লক্ষ্মীপুরে স্বামীর পরকীয়া প্রেমের বলি হয়েছেন সেলিনা আক্তার নামের এক গৃহবধূ। পরকীয়ার প্রতিবাদ করায় প্রবাসফেরত স্বামী জসিম উদ্দিন তাকে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করেন।

নিহতের স্বজনদের দাবি, এ ঘটনায় মামলা দায়েরের পরে টাকার বিনিময়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত করেছেন জসিম। এ কারণে গ্রেপ্তার না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাই, নিহতের সন্তানেরা বাবার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন।

সোমবার (৫ জুন) সকালে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জকসিন বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এসব অভিযোগ করা হয়। এতে অংশ নেন নিহতের চার ছেলে-মেয়ে।

তারা হলেন- রোজিনা আক্তার, আসমা আক্তার, লাভলী আক্তার ও আব্দুল আজিজ। এছাড়া, স্থানীয় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

নিহতের ভাই মোক্তার হোসেন বলেন, ‘সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের কাচারী বাড়ির প্রবাসী জসিম উদ্দিন আমার ভগ্নীপতি। টাকার লোভ দেখিয়ে বিভিন্ন নারীর সঙ্গে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে জসিমের সঙ্গে সেলিনার বিবাদ হয়। এর জের ধরে গত ২৭ মে সেলিনাকে নির্যাতন করে হত্যা করা হয়। পরে মুখে বিষ ঢেলে দেয়া হয়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় সদর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এছাড়া, টাকার বিনিময়ে সদর হাসপাতালের চিকিৎসককে প্রভাবিত করে ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকে আত্মহত্যা সাজানো হয়।’

মোক্তার হোসেন জানান, ঘটনার এক সপ্তাহ পর লক্ষ্মীপুর আদালতে মামলা করেন তিনি। এতে জসিমসহ ১২ জনকে আসামি করা হয়। এ ঘটনার বিচারিক তদন্ত সাপেক্ষে খুনির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মানববন্ধনে নিহতের বড় মেয়ে রোজিনা আক্তার বলেন, ‘আমার বাবা পরকীয়া প্রেমে জড়িত ছিলেন। মা এতে বাঁধা দেন। এর জের ধরে বাবা নির্যাতন চালিয়ে মাকে হত্যা করেন। মায়ের হত্যাকারী বাবার ফাঁসির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

লিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়