কাঁঠাল পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে মারপিটের অভিযোগ
ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাঁঠাল পাড়া নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম মাতুব্বর (৭৫) নামের এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মাতুব্বর বাড়ির সামনে রাস্তায় তার লাগানো গাছ থেকে থেকে কাঁঠাল পাড়তে গেলে প্রতিবেশী শুকুর মাতুব্বর, ইকরাম মাতুব্বর, সুমন মাতুব্বর, মকলেস মাতুব্বর বাধা দেন। এ সময় তারা নুরুল ইসলাম মাতুব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে শুকুর মাতুব্বরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নাজমুল/কেআই
আরো পড়ুন