ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে উদ্ধারকৃত গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৬ জুন ২০২৩   আপডেট: ১৩:৩৪, ৬ জুন ২০২৩
সিলেটে উদ্ধারকৃত গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

সিলেটের মালনীছড়া চা বাগানের পাশের সড়ক থেকে উদ্ধার হওয়া তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম।

সোমবার (৫ জুন) গ্রেনেডটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকালে এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি জানান। এর আগে রোববার (৪ জুন) রাতে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। 

ওসি মঈন উদ্দিন সিপন জানান, রোববার রাতে মালনীছড়া চা বাগান সংলগ্ন রাস্তার পাশে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি তাজা ছিল। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। পরে সোমবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

/নূর/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়