ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৬ জুন ২০২৩   আপডেট: ১৩:২৬, ৬ জুন ২০২৩
নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল থেকে শহরের বালুডাঙ্গা স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। 

সকাল সাড়ে ১০টায় বাস টার্মিনালে গিয়ে জানা যায়, হঠাৎ বাস বন্ধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। দূর-দূরান্ত থেকে এসে বাস না পেয়ে ছোটখাটো যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে করে সময় এবং ভাড়া বেশি গুণতে হচ্ছে।

শ্রমিকরা জানান, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ২৩৮ রেজি: এর কমিটির মেয়াদ শেষ হয়েছে ১৫ মার্চ ২০২৩ এ। এরপর কমিটির মেয়াদ ২ মাস পার হলেও কমিটির নেতারা কোনোরকম সাধারণ সভা দেয়নি বা নির্বাচনের তারিখ ঘোষণা দিচ্ছে না। এ নিয়ে সাধারণ সদস্যদের মাঝে বিভাজন শুরু হয়েছে। এছাড়া, বর্তমান কমিটির বিষয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা। এরই প্রতিবাদে আজ সকাল থেকে শ্রমিকদের একটি বড় অংশ বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গত জানুয়ারি মাসে সাধারণ সভার আহ্বান করা হয়েছিল। সেই সভায় ইউনিয়নের সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ রেজুলেশন করে বর্ধিত করা হয়েছে। সুতরাং কিছু সদস্য কমিটিকে অবৈধভাবে দাবি করছেন। তাদের এই অভিযোগ মোটেও সঠিক না। সময় অনুয়ায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

বাস বন্ধের বিষয়ে জানান, এরইমধ্যে কিছু বাস চলাচল শুরু করেছে। ধীরে ধীরে সব বাস চলবে। 

সাজু/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়