ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়
ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফরিদপুরে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। তাই বৃষ্টির আশায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ স্কুল মাঠে ইস্তেসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৭টায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে চরভদ্রাসন বাজার ও আশেপাশের এলাকার প্রায় ৩ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন আদর্শস্কুল জামে মসজিদের ইমাম মুফতি শফিউল্লাহ।
এ বিষয়ে ইমাম মুফতি শফিউল্লাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না।
নিরব/ইভা