ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৮ জুন ২০২৩  
আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার অনুরোধ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব আইডির মাধ্যমে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ম্যাসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য হাসিল করতে কে বা কারা এসব করছে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ আলাউদ্দিন বাবু এসব বিষয় উল্লেখ করে গত ৪ জানুয়ারি ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন বলে জানান।

আলাউদ্দিন বাবু বুধবার (৭ জুন) দুপুরে এ সংক্রান্ত বিষয়াদি লিখে তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ‘সতর্কবার্তা’ পোস্ট দিয়েছেন। পরে মন্ত্রীর সংসদীয় এলাকার নেতা-কর্মীরাও সতর্কবার্তাটি ফেসবুকে শেয়ার করেন।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, মন্ত্রী মহোদয়ের কোনো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ এ জাতীয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইডি নেই। তার নামে খোলা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক আইডি ভুয়া। এসব ভুয়া ফেসবুক আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া না দেওয়ার জন্য এবং এসব আইডির মাধ্যমে কেউ প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সকলকে অনুরোধ করা হলো।

রুবেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়