ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৮ জুন ২০২৩  
মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জান্নাত বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।  

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়।  ওই সময় জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যান। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

সুজন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়