ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন

ইমরান হোসেন, বরগুনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৯ জুন ২০২৩   আপডেট: ১০:০০, ৯ জুন ২০২৩
১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন

বরগুনার আমতলী উপজেলায় মোবাইলে ছবি তোলার অপবাদ দিয়ে মাদ্রাসার ১০ ছাত্রীকে মারধর করে মলমুত্র খাইয়ে দেওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তদন্ত কমিটি গঠন করেছেন। 

এর আগে বুধবার (৭ জুন) ‘বরগুনায় ১০ ছাত্রীকে মলমূত্র খাইয়ে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় রাইজিংবিডিতে। এরপর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুাহম্মদ আশরাফুল আলম উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মুাহম্মদ আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি‌। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার (২ জুন) মোবাইলে মেয়ের ছবি তোলার অভিযোগে ১০ ছাত্রীকে মলমূত্র খাইয়ে নির্যাতন করার অভিযোগ উঠে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে। 

বরগুনার আমতলী পৌর শহরের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছিলেন।

ওই শিক্ষিক দম্পতির নাম আব্দুর রশিদ ও তাসলিমা বেগম। এই ঘটনায় তিন শিক্ষার্থী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আর বাকি সাত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে।

/টিপু/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়