ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল, পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৯ জুন ২০২৩   আপডেট: ১১:১১, ৯ জুন ২০২৩
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল, পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান। 

এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে পটুয়াখালীতে থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। 

বৃহস্পতিবার (৮ জুন) জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। 

আজ (শুক্রবার) উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পায়নি। এছাড়া নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সব বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী সপ্তাহ থেকে মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ইমরান/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ