নারায়ণগঞ্জে বাসায় আগুন লেগে দগ্ধ এক পরিবারের ৫ জন
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
নারায়গঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে কাশিপুর শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. সালাম মণ্ডল, তার স্ত্রী বুলবুলি বেগম, তার ছেলে টুটুল, মেয়ে সোনিয়া আক্তার ও তার শিশু কন্যা মেহেজাবিন।
এ ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় প্রতিবেশী ভাড়াটিয়ারা জানায়, ভোরে সালামের ঘরে আত্মচিৎকার শুনে তারা গিয়ে দেখে আগুন লেগেছে। পরে আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে ভর্তি আছেন। চিকিৎসা চলছে।
/রাকিব/এসবি/