ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেসিসি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১০ জুন ২০২৩  
কেসিসি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শনিবার (১০ জুন) মধ্যরাত থেকে শেষ হচ্ছে। আগামীকাল রোববার কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। আগামী সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় খুলনা মহানগরীতে।

আরো পড়ুন:

কেসিসি নির্বাচনে মেয়র পদে ৫ জন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেবেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন বলেন, আজ রাত ১২টা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। এ সময়ের পর কেউ প্রচারণা চালাতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছেন। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে তারা পদক্ষেপ নেবেন। এছাড়া, নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ বলেও উল্লেখ করেন তিনি।

নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়