ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয়: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১০ জুন ২০২৩  
আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয়: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপের কথা বলেনি বিএনপি। সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংলাপ হলে সেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে হতে পারে। আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয়। আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না।’

শনিবার (১০ জুন) নাটোরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে আরও বক্তৃতা রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়