ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন বর্জন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১২ জুন ২০২৩  
ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন বর্জন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১২ জুন) রাত ৮টায় নগরীর শিবগঞ্জে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে দলীয় নির্দেশনা মেনে সিলেটে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

আরো পড়ুন:

এ সময় মাহমুদুল হাসান নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ করে কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, ‘বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’  

আগামীকাল লিখিতভাবে নির্বাচন বর্জনের ব্যাপারে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে বলেও জানান তিনি।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়