ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নাদিম হত্যা: বরগুনা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৫ জুন ২০২৩  
সাংবাদিক নাদিম হত্যা: বরগুনা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

গোলাম রব্বানী নাদিম

সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৬টায় নাদিমের মৃত্যুতে শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

বিবৃতিতে উল্লেখ করেন, জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক ও বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম মারা গেছেন।

বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় বিবৃতিতে।

এ বিষয়ে আরিফ হোসেন রাইজিংবিডিকে বলেন, সাংবাদিক নাদিম দেশের স্বার্থে সত্য সংবাদ প্রচার করে সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা।
 

ইমরান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়