সাংবাদিক নাদিম হত্যা: প্রধান অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটির চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, চর তিস্তাপাড়ায় মন্তাজুর নামে এক আত্মীয় বাড়িতে মাহমুদুল আলম বাবু আত্মগোপনে ছিলেন। সেখান থেকে র্যাব তাকে আটক করেছে।
এছাড়া, জামালপুরের বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানাও এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ছয় জনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সংবাদ প্রকাশকে করে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: নাদিম হত্যাকাণ্ডে চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
নাদিমের বাড়িতে পুলিশ সুপার, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম
নাঈম/সেলিম/ইভা