ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিক নির্বাচন: সেই অস্ত্রধারী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৭ জুন ২০২৩   আপডেট: ১৪:৪৬, ১৭ জুন ২০২৩
সিসিক নির্বাচন: সেই অস্ত্রধারী গ্রেপ্তার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ বাসার সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ জুন) মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

শনিবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেওয়ার পর পরই লাপাত্তা হয়ে যান তুহিন। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করা হবে।

তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

গত মঙ্গলবার (৬ জুন) সকালে নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘির পাড়ে কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেওয়া হয়। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

এছাড়া, বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। গত বুধবার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে তিনি এবং তার সমর্থকেরা সশস্ত্র মহড়া দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

নূর/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়