ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নাদিম হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৭ জুন ২০২৩  
সাংবাদিক নাদিম হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক নাদিম হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। হত্যার ঘটনায় যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। 

শনিবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, চট্টগ্রামে বিএনপি তারুণ‌্য সমাবেশের নামে তরুণদের দিয়ে সন্ত্রাসী সমাবেশ করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান। 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে শুধু ওমরা, হজ কেন্দ্রিক সম্পর্ক সীমাবদ্ধ নয়; এর বাইরে আত্মিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়