ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ জুন ২০২৩  
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে পাবনায় মানববন্ধন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও বিচারের দাবি এবং সারা দেশে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাবনা জেলা শাখার উদ্যোগে শনিবার (১৭ জুন) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি এসএম আলম, আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নবী নেওয়াজ প্রমুখ। 

বক্তরা অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়