ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিক নির্বাচন: দুটি ছাত্রাবাস বন্ধ চান মেয়রপ্রার্থী বাবুল

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৭ জুন ২০২৩  
সিসিক নির্বাচন: দুটি ছাত্রাবাস বন্ধ চান মেয়রপ্রার্থী বাবুল

ভোটের দিন সিলেটের দুটি কলেজের ছাত্রাবাস বন্ধের আবেদন জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সহিংসতার আশঙ্কায় তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।  

শনিবার (১৭ জুন) দুপুরে অভিযোগপত্র জমা দেন বলে তিনি নিজে নিশ্চিত করেন।

আরো পড়ুন:

অভিযোগপত্রে বাবুল উল্লেখ করেন, ‘নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রাবাস ২০ থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’

আঞ্চলিক কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ জানান, এই অভিযোগ রিটার্নিং কর্মকর্তার টেবিলে। তিনি এই মুহূর্তে অফিসে নেই। আমাদের মিটিং আছে। ওই মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হবে।
 

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়