ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

বাক প্রতিবন্ধী কিশোরকে পরিবারে ফিরিয়ে দিতে চায় পুলিশ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৮ জুন ২০২৩  
বাক প্রতিবন্ধী কিশোরকে পরিবারে ফিরিয়ে দিতে চায় পুলিশ

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার হেফাজতে থাকা এক বাক প্রতিবন্ধী কিশোরের পরিবারের সন্ধান করছে পুলিশ। রোববার (১৮ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কিশোরের পরিবারের সন্ধান চেয়ে গণমাধ্যমে তথ্য পরিবেশন করে। 

এর আগে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে ওই কিশোর অভিভাবকহীন অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন পথচারীরা। 

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, ছেলেটির আনুমানিক বয়স ১৩ বছর। সে কথা বলতে পারে না। তার আত্মীয় স্বজনদের খোঁজের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে নাম না জানা বাক প্রতিবন্ধী কিশোরকে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোর হেফাজতকারীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেইফ হোম)  রাখা হয়েছে। 

তিনি আরও জানান, কোন ব্যাক্তি যদি এই কিশোরের সন্ধান জেনে থাকেন, তাহলে কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার মোবাইল নম্বর: ০১৩২০-০৬৭৫৭৩ ও এসআই শামীম উদ্দিন, মোবাইল নম্বর ০১৭৩১-৪১২৯১৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নূর/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ