ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৩ জুন ২০২৩   আপডেট: ২১:৪৬, ২৩ জুন ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর স্বীকারোক্তি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী। এর আগে, দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে মাহবুবুল আলম বাবুকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

ইউসুফ আলী বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) সংবাদ প্রকাশের জেরে নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় ১০-১২ জন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরের দিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান সাংবাদিক নাদিম। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মিলন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়