ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণার কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৫ জুলাই ২০২৩  
নেত্রকোণার কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

নেত্রকোণার কংস নদীতে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকাটিতে থাকা ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিন জন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা শুরু করেছে।  

বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পূর্বধলা উপজেলা ও দুর্গাপুর উপজেলার মধ্যবর্তী জামধলা বাজারের কৈলাটি ফেরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

দুর্গাপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

ওসি শিবিরুল ইসলাম জানান, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও দুই যাত্রী নিখোঁজ রয়েছে।

তবে সাঁতরে তীরে উঠে আসা যাত্রীদের দাবি, এখনো তিন জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান জানান, পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজারে আজ সাপ্তাহিক হাটের দিন ছিল। এ উপলক্ষ্যে বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরিঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিন চালিত নৌকাটি রওনা করে। কংস নদীর মাঝখানে পৌঁছানো মাত্র নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। 

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়