ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্বপালনকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৩ জুলাই ২০২৩   আপডেট: ১৮:৫৫, ১৩ জুলাই ২০২৩
দায়িত্বপালনকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই

ঠাকুরগাঁওয়ে অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এর জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেলের ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুর এলাকা থেকে পেশাগত দায়িত্বপালনকালে মোবাইল ফোনটি ছিনতাই করা হয়। এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারী যুবক পাশের সাহপারার বাসিন্দা মো. খালেকের ছেলে রোকন (২৮)। 

আরো পড়ুন:

ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, রোকন মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ভিড়ের মধ্যে চলে যায়।

সাংবাদিক মঈনুদ্দীন তালুকদার হিমেল জানান, একটি মারামারির ঘটনার সংবাদ সংগ্রহের জন্য নিশ্চিন্তপুর এলাকায় যান। তিনি ঘটনাস্থলে পৌঁছানের আগেই কিছু যুবক পথ আটকে তাকে সেখানে যেতে এবং ঘটনার নিউজ না করতে বলেন। তখন তিনি ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেন। এ সময় পাশ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। সেটি আমলে নিয়ে মোবাইল উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।

/বকুল/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়