ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৪ জুলাই ২০২৩   আপডেট: ১৬:৪৩, ১৪ জুলাই ২০২৩
যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না: আইনমন্ত্রী

আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় কথা বলেন আনিসুল হক। ছবি: রাইজিংবিডি

যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিক বলা ঠিক না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এমন মন্তব্য করেন।

আরো পড়ুন:

আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অনেক কিছুই বলবে। আওয়মী লীগ সংবিধান মেনে চলে। কারণ লাখো শহীদের রক্তে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু এই সংবিধান দিয়েছেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আর যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।

তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

পরে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভুইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/রুবেল/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়