ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে একের পর এক আসছে কয়লাবাহী জাহাজ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ জুলাই ২০২৩  
পায়রা বিদ্যুৎ কেন্দ্রে একের পর এক আসছে কয়লাবাহী জাহাজ

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে একের পর এক আসছে বিদেশি জাহাজ। এতে রাজস্ব আয় হচ্ছে পায়রা গভীর সমুদ্র বন্দরের। 

রোববার (১৬ জুলাই) দুপুরে ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছায় ‘এমভি আমেরিকা গ্রেকা’ নামে একটি জাহাজ। আগামী ২২ জুলাইয়ের মধ্যে আরও চারটি কয়লাবাহী বিদেশি জাহাজ আসবে। এভাবে কয়লা আসতে থাকলে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আর বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জুলাই) ‘এমভি আমেরিকা গ্রেকা’ নামে জাহাজটি বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি আজ দুপুরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে কয়লা খালাস কার্যক্রম। 

ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি এক সপ্তাহ আগে ছেড়ে আসে। এর আগে আরও পাঁচটি বিদেশি জাহাজ তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে। 

গত মে মাসের শেষের দিকে জ্বালানির অভাবে বন্ধ হওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি ৬ষ্ঠ জাহাজ। আগামী ২২ জুলাইর মধ্যে এমভি নিনজ ইউ হাই, এমভি সানসটাম, এমভি দড়িয়া মায়া ও এমভি মারিব্লু নামের চারটি জাহাজ আসার কথা রয়েছে। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, এখানে ৬০ হাজার মেট্রিক টনের জাহাজ অনায়েসে আসতে পারবে। বর্তমানে বন্দরে একের পর এক জাহাজ আসছে। আগামী সপ্তাহে বন্দরে প্রথমবারের মতো সারবাহী জাহাজ আসার কথা রয়েছে। 
 

ইমরান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়