ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাংনীতে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২২ জুলাই ২০২৩  
গাংনীতে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

আকাশ। ফাইল ফটো

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে আকাশ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকাশ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের কুমোরপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার শেষে আকাশ নিজ ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষধর সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। শনিবার ভোর থেকে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে, অবস্থার অবনতি হলে দুপুরের দিকে আকাশকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আকাশের মরদেহ তার গ্রামের বাড়ি নেওয়ার প্রক্রিয়া চলছে।’

মহাসিন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়