ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, খাদ্য বিভাগের ২ কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৩১ জুলাই ২০২৩   আপডেট: ০৯:৫০, ৩১ জুলাই ২০২৩
মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, খাদ্য বিভাগের ২ কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম (৫৮) ও উপসহকারী খাদ্য পরিদর্শক মো. সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। এরমধ্যে নজরুল ইসলাম মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলীর ছেলে ও সাদুর রহমান গোবিপুর গ্রামের আনছার আলীর ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান জানান, চুয়াডাঙ্গা সদর থানা খাদ্য গুদামে কর্মরত নজরুল ইসলাম ও সাইদুর রহমান অফিস শেষে প্রতিদিনের মতো রোববার সন্ধ‌্যায় চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে নিজ জেলা মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে কুলপাড়া নামক স্থানে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।  পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করে তারা। সোমবার সকালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এম এ মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়