ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

সাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:০৭, ৪ আগস্ট ২০২৩
সাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

ফাইল ফটো

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে বিভিন্ন ট্রলারের জেলেরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বঙ্গোপসাগরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।

আরো পড়ুন:

মঙ্গলবার (১ আগস্ট) রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আলী শাহ ট্রলারের ১২ জেলে নিখোঁজ হয়। তাদের মধ্যে সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং অপর একটি ট্রলার দুইজনকে উদ্ধার করে। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়