ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থানচিতে নৌ-ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন 

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:১৪, ৪ আগস্ট ২০২৩
থানচিতে নৌ-ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন 

টানা তিন দিনের বৃষ্টিতে সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন পর্যটন কেন্দ্রগুলোতে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে থানচি উপজেলা প্রশাসন। 

শুক্রবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি জানিয়েছেন। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে  জানা যায়, টানা ৩ দিনের বৃষ্টিপাতে পাহাড়ের বিভিন্ন ঝিরি হয়ে সাঙ্গু নদীতে  প্রবল বেগে নদীর পানি প্রবাহিত হচ্ছে। ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে যেসব স্থানে যেতে নৌপথ ব্যবহার করতে হয় এমন সব পর্যটন স্পট ভ্রমণে নিরুৎসাহিত
করেছে স্থানীয় প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, আগত পর্টকদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সব পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসহিত করা হয়েছে। তবে সড়ক পথে যাওয়া যায় এমন পর্যটন কেন্দ্রে যেতে কোনো বাধা নেই।  পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মত সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

চাইমং/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়