ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে সাংবাদিকের মৃত্যু

ঘাতক ট্রাক চালক-হেলপারের বিচারের দাবিতে বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৮ আগস্ট ২০২৩  
ঘাতক ট্রাক চালক-হেলপারের বিচারের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক চাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় দোষী গাড়ি চালক, হেলপার ও গাড়িটির মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কাপাসিয়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংলগ্ন গাজীপুর-রানীগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল শাহীন। সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য আব্দুল গাফফার প্রমুখ। এসময় স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

আরও পড়ুন: গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু

এর আগে, একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ডাম্প ট্রাক চালক গ্রেপ্তার হলেও এখনও ধরা-ছোঁয়ার বাইরে ডাম্প ট্রাকের হেলপার ও মালিক। এসময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক, দৈনিক ভোরের দর্পণ গাজীপুর প্রতিনিধি মঞ্জুর হোসেন মিলন গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি আসছিলেন। এ সময় কাপাসিয়া কোটবাজালিয়া বাজারের পাশে বালু বোঝাই একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি মারা যান। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় ডাম্প ট্রাক চালক আহাদ মিয়াকে গতকাল সোমবার ৭ আগস্ট সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

রফিক/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়