ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে খালের পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১০ আগস্ট ২০২৩  
কক্সবাজারে খালের পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই ভাই-বোনসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিঙ্গা পাড়ার খালে তারা ভেসে যায়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো, স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয়  ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)। 

উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তারা সাহেবখালী খালে পড়ে  নিখোঁজ হয়। আজ বৃহস্পিতবার সকাল ৭টার দিকে একই খালে  তাদের মরদেহ ভেসে উঠে। 

তারেকুর রহমান/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়