ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১২ আগস্ট ২০২৩  
মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টা থেকে কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলী গ্রামে ওই আস্তানা ঘিরে রাখা হয়। সেখান থেকে এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জান এর নেতৃত্বে এ অভিযান চলছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। 

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এসব তথ‌্য নিশ্চিত করে জানান, দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে এরা জমি কিনে পাহাড়ি টিলায় কয়েকটি ঘর তৈরি করে বসবাস করছিলো। নদী ভাঙনে বাড়ি বিলিন হওয়ায় এই এলাকায় জমি কিনতে এসেছিলেন বলে জানিয়েছিলো। তাদের সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। 

এম এ হামিদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়