ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াইহাজারে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৬ আগস্ট ২০২৩  
আড়াইহাজারে দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেয়াল ধসে ঠাকুর চাঁদ ঘোষ (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত ঠাকুর চাঁদের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ীয়া ইউনিয়নের রাধানগর এলাকায় বসবাস করতেন।

এলাকাবাসী জানায়, ঠাকুর চাঁদ দীর্ঘদিন ধরে এলাকায় গ্রামে গ্রামে ঘুরে গরুর চিকিৎসা করেন। আজ সকালে মানিকপুর-উচিতপুরা সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি। চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় পৌঁছলে সাহেব মিয়া নামের এক ব্যক্তির বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে ঠাকুর চাঁদের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বাড়ির মালিক সাহেব মিয়া জানান, আমার বাড়ির পাশ দিয়ে মানিকপুর বাজার থেকে উচিতপুরা পর্যন্ত রাস্তা সংস্কার কাজ করছে তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। গত ১০ দিন আগে ওই প্রতিষ্ঠানের ভেকু দিয়ে আমার দেয়াল ঘেঁষে এক ফুট পর্যন্ত গভীর করে গর্ত করে মাটি তুলে নেয় প্রতিষ্ঠানটির লোকজন। আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের বলেছি আমার দেয়াল ধসে পড়ে যেতে পারে আপনারা দ্রুত কাজ করে জায়গাটি ভরাট করে দেন। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। তাদের অবহেলার কারণে আজ দুপুরে আমার দেয়ালটি ধসে পড়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়