গাইবান্ধায় সেচ পাম্পের তারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে হিরু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরু মিয়া সদর পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কে এম জিয়াউল আলম রাইজিংবিডিকে বলেন, সন্ধ্যার দিকে হিরু মিয়া বাড়ি থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে জমিতে পানি নিচ্ছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি তারগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ এলে হাতে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মাসুম/বকুল