ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে ভারতীয় পোশাক ও নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৮ আগস্ট ২০২৩  
নারায়ণগঞ্জে ভারতীয় পোশাক ও নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, প্রসাধন সামগ্রী ও নিষিদ্ধ ওষুধসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তার দুজন হলেন—চাদঁপুরের মেহেদী হাসান ও সিলেটের আব্দুল জব্বার। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রুহান মঞ্জুর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাককে থামতে নির্দেশ দেওয়া হয়। ট্রাকটি নির্দেশ না মেনে পালিয়ে যাওয়া সময় ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শ্যাম্পু, নিষিদ্ধ ওষুধ জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রাকিব/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়