ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:১২, ১৯ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

এর আগে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। 

স্থানীয়রা জানান, পুলিশ বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জনায়। এসময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের কথ কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা জানান, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে লাঠিচার্জ করেছে। পরে নেতাকর্মীদের উপর টিয়ারসেল ও গুলি চালায়। এতে অনেকেই আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়